লোক প্রশাসন মূলত রাষ্ট্রবিজ্ঞান সাব্জেক্ট থেকে জন্ম নিয়েছে। এই বিষয়টি সাধারনত সামাজিক বিজ্ঞান অনুষদে পড়ানো হয়ে থাকে। সাব্জেক্টটা অনেকটাই ব্যবহারিক একটা সাব্জেক্ট। অন্য সাব্জেক্টগুলোর একগেয়েমি পড়াশোনা নাই। বলা যায় সরাসরি চাকরির প্রস্তুতি। বিসিএসের সিলেবাস এর অনেকটাই পড়া হয়ে যায় এই সাব্জেক্টের শিক্ষার্থীদের। এত যে হোমরা চোমরা সচিব আর প্রশাসনের কর্তাব্যক্তি আছে সবার কিন্তু চাকরি তে জয়েন এর আগে লোক প্রশাসনের উপর কোর্স করতে হয়েছে।
তাছাড়া বিসিএস প্রশাসন পাওয়া কেন্ডিডেট রা সরকারিভাবে স্কলারশিপ নিয়ে বাইরে কিন্তু লোক প্রশাসনের উপরই পড়তে যায়।
প্রতিটা সেক্টরই মোটামোটিভাবে এই সাব্জেক্টের জন্য উন্মুক্ত। হাসপাতালে জব করবেন? তাও আছে প্রশাসনিক কর্মকর্তা নামে সুন্দর একখান পদ। বাইরে যাবেন? লোক প্রশাসন নিএ প্রায় সবগুলো কান্ট্রিতেই যাওয়া যায়। বিসিএস? এখনো ঢাবির লোক প্রশাসনের শিক্ষার্থীরা দাপিয়ে বেড়াচ্ছে। রেডিও টেলিভিশন? এইখানেও লোক প্রশাসনের পোলাপাইন দখল কইরা রাখসে। আরজে কিবরিয়া সহ এবিসি রেডিওতে ঢাবির লোক প্রশাসনের শিক্ষার্থীরাই সংখ্যায় এখন পর্যন্ত বেশি। আর কিছু লাগব?
মোঃ রাজীব অর্থনীতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।