University subject review

মেকাত্রনিক্স ইঞ্জিনিয়ারিং (MecE)

mechatronics হল প্রকৌশল বিদ্যার এমন একটি শাখা , যেখানে mechanical engineering, electrical engineering, telecommunications engineering, control engineering এবং computer engineering কে একসাথে সমন্বিত করা হয়েছে ।

মূলত মেকাত্রনিক্স ইঞ্জিনিয়ারের কাজ হল উপরে উল্লিখিত ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলোর বিভিন্ন মূলনীতি কে কাজে লাগিয়ে ইন্ডাস্ট্রিয়াল রোবটিক্স বানানো ও সেটা নিয়ে গবেষণা করা ।

যেসব বিষয়ের বেসিক জ্ঞান মেকাত্রনিক্স ইঞ্জিনিয়ারকে আহরণ করতে হয় :

১। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

২। ম্যাটারিয়াল বিজ্ঞান

৩। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

৪। সফটওয়্যার ও হার্ডওয়্যার টেকনোলজি

৫। কম্পিউটারের এলগরিদম ও বিভিন্ন নীতি

৬। সিস্টেম ও কন্ট্রোল

৭। অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং

এই বিষয় নিয়ে পড়াশোনা করার পর যেসব বিষয়ে উচ্চতর গবেষণা করার সুযোগ থাকে -

১। রোবটিক্স এবং অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং

২। কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিন

৩। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং

৪। বায়ো-মেকানিক্যাল সিস্টেম।

৫। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

৬। স্মার্ট সিকিউরিটি সিস্টেম

৭। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং

৮। মাইক্রো কন্ট্রোলার

ভবিষ্যতে বিজ্ঞানের যে কয়টি শাখার অভূতপূর্ব উন্নতি ঘটবে বলে আশা করা হয় , তার মধ্যে মেকাত্রনিক্স একটি ।

আমার জানামতে রুয়েটে , বুয়েটে ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্ট আছে এখন পর্যন্ত বাংলাদেশে । আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে চালু হবে ।

কেউ যদি ভাবে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার হয়ে আমি বাংলাদেশে থাকবো, তার কি হবে? বাংলাদেশে কিন্তু অনেক ক্ষেত্রে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার লাগে কিন্তু ইঞ্জিনিয়ার নেই বলে অন্য ইঞ্জিনিয়ার দিয়ে কাজ চালাতে হয়।

যেমনঃ ১) মাইক্রো কন্ট্রোলিং বেসড বেশ কিছু কোম্পানী আছে বাংলাদেশে যেখানে দরকার মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার।

২) যে সকল ইন্ড্রাস্টিতে অটোমেটিক কন্ট্রোল এর ব্যাপার গুলো আছে।

৩) এছাড়া মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল রিলেটেড ফিল্ড তো থাকছেই।

এক দিকে যেমন তোমার ভাতের অভাব হবে না অন্য দিকে সৃজনশীল কিছু দিতে পারবে বাংলাদেশকে।