University subject review

অর্থনীতি ( economics)

আসলে রিভিউ টা মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির। বলা হয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির থেকেও ভালো এর সিলেবাসের জন্য। এটাও বলে দিই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি BSc দেয় not BSS। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই BSc দেয়া হয়।জাবির প্রতিটি সমাবর্তনেই এই বিভাগ একাধিক স্বর্ণপদক পেয়ে আসছে। আমাদের দেশে যেমন ডাক্তার-ইন্জিনিয়ার হলে বাবা-মায়ের বুক ফুলে ওঠে ঠিক তেমনি বিশ্বের প্রভাবশালী ধনী সম্প্রদায় ইহুদীদের অর্থনীতি নিয়ে উন্মাদনা কাজ করে। এমনকি অর্থনীতিতে পড়ে এমন ইহুদী ছাত্রের অর্থনৈতিক দুরাবস্থা থাকলে ইসরাঈলী সরকার নিজ দায়িত্বে তার ভরণপোষণের ব্যবস্থা করে।চাকরির বাজারে ডিমান্ড কেমন? *সিজিপিএ ৩.৮+ রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে এছাড়াও সিপিডির মতো প্রতিষ্ঠানের ফেলোশীপ পেতে পারে।

*এরপরের মেধাবীদের জন্য আছে বিসিএস এ কোঠা দিয়ে পরিসংখ্যান ভবনের মতো জায়গায় ক্যাডার হওয়ার সুযোগ।

*World Bank এর এদেশীয় শাখা থেকে শুরু করে যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে Economics কে খুবই prefer করা হয়। যেকোনো কম্পানির ম্যানেজমেন্টে ৪-৫ বছরের অভিজ্ঞতায় ৮০ হাজার+ salary হওয়া Economics এর শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক ব্যাপার!

*Economics হল AL-Rounder Subject নতুন বিশ্ববিদ্যালয় গুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের শিক্ষক হয়ে ওঠার গল্পটা Seniorদের থেকেই শুনিস।

*বিসিএসের শিক্ষা ক্যাডারে গড়ে ৫০টা সিট থাকে Economics এর শিক্ষার্থীদের জন্য।

*অধিকাংশ Private University তেই Economics subject আছে That means জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা চাকরীজীবনের শুরুতে Private University তেও শিক্ষকতা করতে পারবে।

এই যে এতগুলো Job sector শুধুই Economics এর student দের জন্য সংরক্ষিত রইল তাহলে তুমি এবার চিন্তা করতে থাকো কোন Job টা করবে...

মোঃ রাজীব অর্থনীতি বিভাগ, ৪৪তম আবর্তনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।