বিষয়বস্ত সাধারণত এই Subject এ General Physics এর ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়। তবে বর্তমানে Applied Physics এর নাম পরিবর্তন হয়ে Applied Physics and Electronics অথবা Applied Physics, Electronics and Telecommunication Engineering হওয়াতে এই Subject এর বিষয়বস্ততেও অনেক পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে এই বিষয়ে Electronics, Electrical, Communication এর অধিকাংশ বিষয়ই পড়ানো হয়।
চাকুরি ক্ষেত্রে এই Subject থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা বর্তমানে অনেক প্রতিষ্ঠানেই চাকুরি করতে পারে। তবে ইলেক্ট্রনিক্স চিপ তৈরি প্রতিষ্ঠানে এদের সুযোগ সবচেয়ে বেশি। এছাড়া বিভিন্ন ইলেক্ট্রনিক্স তৈরি ও মেরামতকারী প্রতিষ্ঠান, বিভিন্ন টেলিকমিউনিকেশন কোম্পানিতেও চাকুরির সুযোগ আছে। তাছাড়া BCS এ অংশ গ্রহন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ রয়েছে।
কোথায় পড়ানো হয় ঢাকা(কিন্তু এখন এটা আর নেই এজ সাবজেক্ট এর নাম পরিবর্তীত হয়ে EEE করা হয়েছে), রাজশাহী, চট্রগ্রাম, ইসলামী বিশ্ববিদ্আলয়়, BSMRSTU
স্কলারশীপ দেশেঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বৃত্তি। বিদেশেঃ সরকারি ও বেসরকারি পর্যায়ে বৃত্তি।