University subject review

মনোবিজ্ঞান ( psychology )

লিখেছেনঃ সাহিদুজ্জামান

এইচএসসি পাস করি যখন দেশ সেরা ইউনিভার্সিটিতে পাস করতে তোমাদের কস্ট হয় তখন হেহহেহেহ হাসি পায়। ক্লাস নাইনে আর টেন স্টুডেন্টরা একটা এইম নিয়া থাকতো। আর তা হলো ডাক্তার হবে, বিনে পয়সায় চিকিৎসা কব্বে! কিন্তু ইন্টারমিডিয়েট পাস করি কাউরে আর ডাক্তার হইতে দেখা যায়না। সবাই ভার্সিটির এডমিশন টেস্ট দেয়। কেউ বাংলা, ইংরেজি, গনিত, ইতিহাস, সমাজবিজ্ঞান এমনকি দর্সন / ধর্ষণ নিয়া পড়ে।এইসব হাজারো রোমান্টিক সাব্জেক্ট এর মাঝে একটা সাব্জেক্ট মানুষের অগোচরে থেকে যায়। আর তা হলো সাইকোলজি! বাংলায় যাকে বলে মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান? তার মানে তুমি মন নিয়া গবেষণা কর? আচ্ছা বলোতো আমার মন এখন কি চায়? হেহহেহেহ আচ্ছা মনোবিজ্ঞান পড়ি কি পাগলাদের ডাক্তার হয়? তোমরা মনোবিজ্ঞান পড়ি কি করবা? বাঙ্গলাদেশে এর

খানা দ্যা পেলেট আছে? এইরকম হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হয় একজন সাইকোলজির স্টুডেন্ট এর। আচ্ছা সত্যিই তো পিজিক্স পড়ে সাইন্টিস্ট হবা, কেমিস্ট্রি পড়ে কেমিস্ট হবা, বাংলা পড়ি সাহিত্যিক কিংবা একটা হাই স্কুলের চিনিওর চিক্ষক হবা তাইলে সাইকোলজি পড়ে কি হবা?? কি হবা? সাইকিক নাকি সাইকোলজিস্ট? আচ্ছা সাইকিক আর সাইকোলজিস্ট কি এক? না! কারণ মনোবিজ্ঞানিকে ইংরেজীতে বলা হয় psychic,এই psychic এবং psychologist দুইটাই কাজ করে মন নিয়ে, তবে যিনি psychic তিনি কাজ করেন মনের প্যারানরমাল বিষয় নিয়ে আর যিনি psychologist তিনি কাজ করে মানুষের ভাবনা/ আবেগ গুলো নিয়ে যেখানে একটা বৈজ্ঞানিক ব্যাখা থাকবে। আরো যদি সহজ করে বলিঃ A psychologist usually go to school to learn about the human mind. A psychic can feel, read the energy and vibrations of people. থাক সে কথা! এই সাইকোলজি পড়ে ফিউচার কি এটা অনেকের প্রশ্ন! হুম বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে কেমিস্ট্রির উপ্রে অনার্স দ্যা মাস্টার্স করি পোলাপাইন রুপালি ব্যাংকে চাকুরি করে। ইতিহাসের উপ্রে অনার্স করি টপ

বিজনেসে ম্যান হয়। তাইলে সাইকোলজি পড়ি কি হপা? শুনো তুমরা বাংলাদেশে থাকো বুচ্ছো! এই দেশে সাইকোলজি পড়ি তুমি রিকশাওয়ালা টু ছোট খাটো বিলগেটস হতে পাব্বা। তবে আসল কথা বাংলাদেশে সাইকোলজি র ভালো ডিমান্ড আছে। ইতিমধ্যেই দেশের বড় বড় গার্মেন্টস গুলো তে সাইকিক নিয়োগ হচ্ছে। বিসিএস এ সাইকোলজি স্টুডেন্ট দের জন্য ভালো সুযোগ আছে। ইভেন দেশের সেরা কলেজ গুলোতে মনোবিজ্ঞান বিষয় টি দেয়ার চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু পরিমিত সাইকোজির টিচার না থাকায় তা এখনো সম্ভব হচ্ছেনা। তাছাড়া আপনি পড়ালেখা শেষ করে যদি প্রোফেসনাল সাইকিক হয়ে যান তাহলে তো কথাই নাই। পৃথিবীর ৯৯.৯৯৯৯ শতাংশ মানুষ মানসিক সমস্যায় ভুগছে। ইভেন বাংলাদেশে ও তা কম না। কিন্তু আমরা তো বাঙ্গালী। জ্বর আসার তিনদিন পর নাপা খাই। হাত ভাঙ্গার ১৪ দিন ডাক্তারের কাছে যাই। সেখানে মানসিক সমস্যা নিয়া আবার সাইকিক কাছে যামু? এইজন্যেই পোলাপাইন ভাবে সাইকোলজি পড়ে এই দেশে কি কব্বা! তাদের জন্য খুসির খবর সাইকোলজি উপর পৃথিবীর

সেরা ইউনিভার্সিটি গুলো বিভিন্ন প্রোগ্রাম চালু করেছে। যার করে আপনি অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা তে একজন সাইকোলজিস্ট হিসেবে নিয়োগ হতে পারেন। এতক্ষণ কথাগুলো পড়ি সবার মনে একটা প্রশ্ন নিশ্চয়ই জাগছে যে, আমি কি সাইকোলজির স্টুডেন্ট? হুম আই এম এ স্টুডেন্ট অব সাইকোলজি।